অনিল-মাধুরীর নতুন চমক!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

অনিল-মাধুরীর নতুন চমক!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:

অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমা জগতের এক নক্ষত্র জুটি। দীর্ঘ অভিনয় জীবনে বেশ কিছু রোমান্টিক ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা। যদিও মাঝখানে দীর্ঘ দিন এ দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। প্রায় ১৮ বছর পর ফের ‘টোটাল ধামাল’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার।
ব্যক্তিগত জীবনে অনিল-মাধুরী খুব ভালো বন্ধু। এ প্রসঙ্গে অনিল কাপুর বলেন, ‘‘বেটা’ সিনেমার পর আমি, ইন্দ্র কুমার ও মাধুরী আর একসঙ্গে কাজ করিনি। কিন্তু কখনো মনে হয়নি আমরা অনেক দিন একসঙ্গে কাজ করি না। কারণ আমরা সবসময় পরস্পরের সংস্পর্শে ছিলাম। মাধুরীর মা ও তার পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা পারিবারিক বন্ধু, যার কারণে মাধুরীর সঙ্গে আমার কখনো দূরত্ব ছিল না। দীর্ঘ দিন পর পর্দায় একসঙ্গে ফিরছি, এ অনুভূতি অন্যরকম। সহশিল্পী হিসেবেও আমাদের সম্পর্ক ভালো।’’
‘টোটাল ধামাল’ সিনেমার আইটেম গানের শুটিংয়ের সময় অনেক মজা করেছেন অনিল-মাধুরী। সম্প্রতি মাধুরী জানিয়েছেন, সিনেমাটিতে তাদের রসায়নের নতুন চমক দেখতে পাবেন দর্শক।
‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘বেটা’ সিনেমায় অনিল-মাধুরীর রসায়ন মন কেড়েছিল সিনেপ্রেমীদের। দীর্ঘ দিন পর ‘টোটাল ধামাল’ সিনেমাটিও তার ভক্তদের হতাশ করবেন বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। আগামী ৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages