![]() |
একুশে মিডিয়া, ডেস্ক রিপোর্ট:
পুলিশের মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের অভিযোগে হবিগঞ্জের বাহুবল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবীরকে ক্লোজ করা হয়েছে। বুধবার সকালে তাকে বাহুবল থানা থেকে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার এএসআই কবীরের (বাহুবল থানা থেকে পাওয়া) ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা বিক্রি করতে গেলে সালাউদ্দিনকে (২২) আটক করে স্থানীয়রা।
ওই সময় সালাউদ্দিন জানান, অনেক দিন ধরে এএসআই কবীরের সঙ্গে মিলে তিনি মাদক বিক্রি করে আসছেন। সেদিনও কবীর তাকে পশ্চিম জয়পুর গ্রামের ইয়াবা বিক্রেতা শাহিন মিয়ার কাছে ইয়াবা দিয়ে ও টাকা আনতে পাঠান। কিন্তু ইয়াবা দিয়ে আসার পথে তাকে আটক করে স্থানীয় জনতা।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, প্রাথমিক তদন্তে এএসআই এর জন্য বরাদ্দকৃত সরকারি মোটরসাইকেল মাদক পাচারের কাজে ব্যবহারের সত্যতা পাওয়ায় তাকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবীরকে ক্লোজ করার আদেশ দেয়। একুশে মিডিয়া। সূত্র : বাংলাদেশ জার্নাল
No comments:
Post a Comment