
ছবি: প্রতীকী
একুশে মিডিয়া, শেরপুর রিপোর্ট:
শেরপুরের নকলা উপজেলার কাজাইকাটা এলাকায় চলন্ত মোটর সাইকেলের ধাক্কায় আইন উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩০ জুলাই) বিকেলে কাজাইকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামত এলাকার বাসিন্দা।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, আইন উদ্দিন তার মেয়ে জোছনা বেগমের স্বামীর বাড়ি কাজাইকাটা গ্রামে বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা শেরপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কাদিলে সে গুরুতর আহত হয়। পরে মোটর সাইকেলের আরোহী ও চালক গুরুতর আহত অবস্থায় আইন উদ্দিনকে উদ্ধার করে নকলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনার পর মোটরসাইকেল চালক ও ওই আরোহী আত্মীয়ের পরিচয়ে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে য়ায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ছেলে, মেয়ে বা নিজ বাড়ি চরনিয়ামত এলাকার নিকট আত্মীয়রা কেউ হাসপাতালে পৌঁছায়নি। এদিকে এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করেছে। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment