একুশে মিডিয়া ডেস্ক:
চলতি রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচে বুধবার রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড- ক্রোয়েশিয়া। এই ম্যাচ আগেই ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এগিয়ে এলেন গোয়েন মোরান নামের এক নারী।
বাংলাদেশ সময় বুধবার (১১ জুলাই) রাত ১২টায় মস্কো স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও এবারের বিশ্বকাপের দুর্দান্ত খেলা ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে কে হবে জয়ী- ইংল্যান্ড নাকি ক্রোয়েশিয়া! এ নিয়ে চরম অনিশ্চয়তায় নির্ঘুম রাত কাটছে বিশেষজ্ঞ থেকে ও ফুটবলপ্রেমী ভক্তদের। তবে এই ম্যাচকে ঘিরে ৫৭ বছর বয়সী গোয়েন মোরান নামের ওই ক্যাসিনো কর্মী ভবিষ্যদ্বাণী করেছেন।
তিনি বলেছেন, এবার বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। এমন ভবিষ্যদ্বাণীই দিয়েছেন ওই ক্যাসিনো কর্মী। তবে তার ভবিষ্যদ্বাণী করার পদ্ধতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যাপক সাড়াও ফেলেদিয়েছে।
রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ড যতগুলো ম্যাচ খেলেছে তার আগে ওই নারীর করা ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। তিনি ভবিষ্যদ্বাণী দিয়েছেন তার স্তন ব্যবহার করে। তিনি বিশ্বের গ্লোবের ওপর তা চেপে ধরেছেন। তারপর এর অবস্থানের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী দিয়েছেন। তিনি তিউনিশিয়ার সঙ্গে ইংল্যান্ডের প্রথম ম্যাচের আগে তার শরীরের উপরের অংশ গ্লোবের ওপর চেপে ধরেন এতে তার ‘ক্লিভেজের’ গিয়ে পড়ে ইংল্যান্ডের ওপর। আর তার ওপর ভিত্তি করেই তিনি বলে দেন ইংল্যান্ড জিতবে। সত্যি জিতেছেও ইংলিশরা। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের ক্ষেতেও তিনি একই পদ্ধতি ব্যবহার করেন এবং সেই ম্যাচেও জিতে যায় ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড।
এ বিষয়ে গোয়েন মোরান বলেন, যখন হ্যারি কেইন বিজয়ী গোল করেন তখন আমার একজন বন্ধু বেড়ে যায়। তাকে বলি, তুমি ‘লাকি বুবস’ পেয়েছো। মনস্তাত্ত্বিকদের আছে ক্রিস্টাল বল। ইংল্যান্ডের আছে চামড়ার বল। আর আমার আছে গ্লোব।
প্রসঙ্গত, গোয়েন মোরান বসবাস করেন গ্রেটার ম্যানচেস্টারের স্যাডেলওয়ার্থে। শুধু একবার ছাড়া, তার পূর্বাভাস সব বারই সত্যি হয়েছে। ব্রাজিলের সঙ্গে খেলার আগে তিনি যে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন তা মিলেনি। ওই ম্যাচে বেলজিয়াম জয়ী হয়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment