একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত আনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উইকেটের ওভারে মর্তুজা ৩ রান দিয়ে উইকেট পান।
শেষ খবর পাওয়া প্রর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। দলের পক্ষে দ্বীতিয় উইকেট পান রুবেল।
এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়েছে। দুই ওপেনার এনামুল হক বিজয় ও তামিম ইকবাল সতর্ক সূচনার চেষ্টা করলেও বিপদ থামাতে পারেননি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই হোল্ডারের আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তোলেন বিজয়। শুন্য রানেই বিজয়ের ইনিংসের ইতি ঘটান ওয়েস্ট ইন্ডিজ কাপ্তান। বিজয়ের বিদায়ে ক্রিজে নামেন সাকিব আল হাসান।
তামিম দেখেশুনে খেলে গেলেও সাকিব আল হাসান রান বাড়ানোর দায়িত্ব নেন। আক্রমণাত্মক ব্যাটিং করে বোলারকে চাপে ফেলার চেষ্টা করেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারেই বৃষ্টি বাঁধায় ২০ মিনিটের জন্য খেলা বন্ধ করতে হয়।
বৃষ্টির পরে খেলতে নেমে যেন আরও বেশি সতর্ক সাকিব-তামিম।
নির্ধারিত ৫০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৯ রান। জিততে হলে ক্যারিবীয়ানদের করতে হবে ২৮০ রান।
বাংলাদেশের পক্ষে তামিম করেন ১৩০, সাকিব ৯৭ ও মুশফিক খেলেন ঝড়ো ৩০ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭৯/৪ (৫০ ওভার)
ব্যাটিং: তামিম ইকবাল (১৩০*), মাহমুদউল্লাহ রিয়াদ(৪*)।
আউট: এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজে একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্রা বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment