একুশে মিডিয়া ডেস্ক:
ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিতে বুধবার (১১ জুন) রাত ১২টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এমন অতিগুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশদের আটকাতে যে পরিকল্পনা করেছে ক্রোয়াটরা তা ফাঁস হয়ে গেছে।
সেই পরিকল্পনা ফাঁস করেছে খোদ ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। তিনি বলেন, ইংল্যান্ড নিয়ে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি। তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে দিতে আমরা প্রস্তুত।
ক্রোয়াট কোচ বলেন, এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড. ওদের কয়েকজন খেলোয়াড় আছে, তাদের নিয়ে সতর্ক থাকতে হবে। ইংলিশদের নিয়ে আমরা প্রচুর স্টাডি করেছি। তারা কীভাবে খেলে পর্যবেক্ষণ করেছি। তাদের আটকাতে আমরা সম্ভাব্য সবকিছু করব। তবে আমরা চাপমুক্ত। উপভোগ করতে মাঠে নামব। লক্ষ্য থাকবে ভালো খেলা।
তিনি বলেন, এই ম্যাচে তা কিছুটা পরিবর্তন করব। আমরা রক্ষণে একটু বেশি মনোযোগ দেব। খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা দেয়ার আগ পর্যন্ত প্রথম পছন্দের রাইট ব্যাক সিমি ভারসালজকোর জন্য অপেক্ষা করব। সে হালকা চোটে ভুগছে।
দালিচ বলেন, আমরা এমন এক জাতি যাদের পক্ষে সবই সম্ভব। আমাদের গর্ব, আবেগ ও জাতীয় অনুভূতি আছে। ইংল্যান্ডের বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে তা জ্বালানি জোগাবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment