![]() |
একুশে মিডিয়া, গোপালগঞ্জ রিপোর্ট:
গোপালগঞ্জে বাঁচার জন্য গল্প সাজিয়েও রক্ষা পেলেন না স্বামী ইব্রাহিম শেখ। গত বুধবার (১১ জুলাই) মধ্য রাতে তাকে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতে যেতে বাধা দেয় স্ত্রী লিপি বেগম (২৫)। এতে ক্ষিপ্ত হয়েই স্ত্রীর পেটে ছুরি চালিয়ে দেয় স্বামী। স্ত্রীর শরীর থেকে রক্ত বের হতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে হুঁশ ফিরে এলে ইব্রাহিম ঘরের সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথম তাকে মারপিট করে। পরে স্ত্রী চিৎকার দিলে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায় বলে গল্প সাঁজায়।
এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার (১২ জুলাই) সেখানে লিপি বেগমের অবস্থার আরো অবনতি ঘটে। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে ফেরিতে লিপি সকাল সাড়ে ১০ টার দিকে মারা যায়।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম পুলিশের কাছে এ কথা স্বীকার করেছেন বলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানিয়েছেন।
ওসি আজিুজুর রহমান বলেন, ইব্রাহিমের বানানো গল্পে আমাদের সন্দেহ হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন আবস্থায় ইব্রাহিমকে বৃহস্পতিবার গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তিনি লিপি বেগমে পেটে ছুরি চালিয়ে হত্যার কথা স্বীকার করেন। স্ত্রীর পেটে রাগের মাথায় ছুরি চালিয়ে তিনি কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন। নিজে বাঁচার জন্য ফন্দি আটতে থাকেন। পরে তিনি এ গল্প সাজান বলে পুলিশকে জানান।
গত বুধবার (১১ জুলাই) মধ্যরাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ইব্রাহিম শেখ পুলিশকে জানান, তিনি রাগের মাথায় স্ত্রীর পেটে ছুরি চালিয়ে ভুল করেছেন। বাঁচার গল্প সাজিয়েও ফেঁসে গেছেন।
কাশিয়ানী থানার ওসি অরো জানান, তাকে গোপালগঞ্জের ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment