একুশে মিডিয়া, অর্থনীতি রিপোর্ট:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ও গ্রামীণফোনের (জিপি) একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মিরপুর সেনানিবাসের বিইউপির বিজয় অডিটোরিয়ামে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক সইয়ের ফলে ছাত্র-ছাত্রীদের স্নাতকোত্তর পরবর্তী কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থাসহ আরও বিভিন্ন সুযোগ তৈরি হবে।সমঝোতা স্মারকে বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম ও গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স কর্মকর্তা তানভীর হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মি. মাইকেল ফোলি, বিইউপির উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী, ও উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারসহ বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গ্রামীণফোনের কর্মকর্তা ও সাংবাদিকরা। একুশে মিডিয়া।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ও গ্রামীণফোনের (জিপি) একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
No comments:
Post a Comment