জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 July 2018

জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, টাঙ্গাইল রিপোর্ট:
টাঙ্গাইলে জাতীয় পার্টির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার (১৪ জুলাই) সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামে হাতে নৌকা প্রতীক উপহার দিয়ে জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগে যোগদান করেন।
জেলা আওয়ামী লীগে যোগদান করেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ইমরুল কায়েস খান বুলবুল, জাতীয় সৈনিক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে মো. রুস্তম আলী, মো.পারভেজ সিকদার, মো. আঃ ছাত্তারসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস্ উদ্দিন, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages