সুন্দরবনে গোলাগুলি, অপহৃত ৮ জেলে উদ্ধার !-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 July 2018

সুন্দরবনে গোলাগুলি, অপহৃত ৮ জেলে উদ্ধার !-একুশে মিডিয়া

১৩ জুলাই, ২০১৮ ২০:৫৯:১৯
ছবি: ফাইল ফটো
একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:
তক্ষীরা সুন্দরবন রেঞ্জ এলাকায় কোস্টগার্ড ও বনদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) শেষ রাতে সুন্দরবনের ছোট বৈকারী খাল-সংলগ্ন বৌ-ঠাকুরানির চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ জুলাই) দিনভর তল্লাশি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত দুটি ট্রলার, একটি নৌকা ও দুটি পাইপগানসহ মুক্তিপণের দাবিতে জিম্মি আট জেলেকে উদ্ধার করে।
এর আগে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সারাদিনে কৈখালী কোস্টগার্ড ও বনদস্যু জাকির বাহিনীর মধ্যে ৮০-৯০ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে কৈখালী কোস্টগার্ড, দোবেকী কোস্টগার্ড ও আংটিহারা কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জিম্মি রাখা জেলেদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের বারী মোড়লের ছেলে মহসিন (২৮), আব্দুল মজিদের ছেলে শাহীন (৩৫), সাকাত গাজীর ছেলে রেজাউল (৫৫), কদমতলা গ্রামে নাসিম গাজীর ছেলে আবুল গাজী (৬৫), আটুলিয়া গ্রামের কামাল গাজীর ছেলে নুর ইসলাম (৩৫) এবং চুনকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে বক্কার (৪০)। খুলনার কয়রা থানার কয়রা গ্রামের জবেদ আলীর ছেলে শরিফুল (৩৫),
এ বিষয়ে কৈখালী কোস্টগার্ড অফিসার মো. আমির হোসেন বিষয়গুলো নিশ্চিত করে জানান, সুন্দরবনে জাকির বাহীনির হাতে জেলেদের জিম্মির ঘটনা ও তাদের অবস্থানে নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। বনদস্যু জাকির বাহিনী কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে গুলি ছুড়ে। এ সময় প্রায় ৮০-৯০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। পরে তারা পালিয়ে যায়। উদ্ধার করা দুটি অস্ত্র শ্যামনগর থানায় জমা দেয়া হয়েছে। জেলেদের সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages