শিশুর বমি কোন সময় নাপাক হয়?-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 July 2018

শিশুর বমি কোন সময় নাপাক হয়?-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, ইসলামীক রিপোর্ট:
দুধের শিশুর বমি নিয়ে বিভ্রান্তি
অনেকে দুধের শিশুর বমিকে নাপাক মনে করেন না। বিশেষ করে দুধ পান করার পরই যদি বমি করে আর ওই বমি দুর্গন্ধযুক্ত না হয়, তাহলে ওই বমিকে নাপাক মনে করেন না। এ ব্যাপারে সঠিক মাসআলা হল, বমির বিষয়ে বড়দের মতো শিশুর ক্ষেত্রেও হুকুম একই রকম। মুখ ভরে বমি হলে সেই বমি নাপাক। সেটি দুধ পানের পরই হোক আর যেকোন সময় হোক। তবে মুখ ভরে বমি না হলে ওই বমি নাপাক নয়।(শরহুল মুনয়া ১২৯; আদ্দুররুল মুখতার ১/১৩৮;)
ছেলে বালেগ হওয়া নিয়ে বিভ্রান্তি
১৫ বছর বয়সে ছেলেরা বালেগ হয়, এই একটা অস্পষ্ট কথার উপর ভিত্তি করে বর্তমানে অনেক পর্দানশীল পরিবারেও এর কম বয়সী ছেলেদের সাথে পর্দা করার কথা চিন্তাই করা হয় না। ১৫ বছরের আগে স্বপ্নদোষ হলে কিংবা নাভির নিচে গোপন অঙ্গে পশম হলে অথবা বীর্য নির্গত হলে যে কোনো বালক ছেলে বালেগ হয়ে যায়। আর যদি এই আলামত গুলোর কোনোটিই প্রকাশ না পায় তাহলেও ১৫ বছর বয়স হলে তাকে বালেগ ধরা হবে। সুতরাং বুঝা গেল যে, ১৫ বছর বয়সের আগেও কোনো কোনো ছেলে বালেগ হয়। অতএব, এই বয়সী ছেলের সামনে পর্দার বিধান কার্যকর হবে।(রদ্দুল মুহতার ১/১৫৩-১৫৪;আলবাহরুর রায়েক ৮/৮৫)
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages