আফগানিস্তানে সরকারি ভবন ও যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত ২৬-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 31 July 2018

আফগানিস্তানে সরকারি ভবন ও যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত ২৬-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের একটি সরকারি ভবনে মঙ্গলবার আত্মঘাতী বোমা এবং বন্দুক হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের একটি শহরে রাস্তার পাশে রাখা বোমার বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের ১১ জন নিহত হয়েছেন।
সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নানগরহর প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি বলেন, জালালাবাদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
তিনি বলেন, শরণার্থীদের নিয়ে কাজ করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের(এনজিও) সঙ্গে শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের সভা চলার সময় এ হামলা হয়। হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ হয়। এতে ভবনটির ভেতরে থাকা দুই বন্দুকধারী মারা যান।
প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক নজিবুল্লাহ কামাওয়াল বলেন, বিস্ফোরণে পুড়ে মারা যাওয়ায় কয়েকজনকে শনাক্ত করা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের গেটের কাছে অস্ত্রধারী তিনজনকে নামিয়ে যেতে দেখেছি একটি কালো করোলা গাড়িকে। তাদের একজন মূল ফটকের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুই বন্দুকধারী ভবনের ভেতরে প্রবেশ করে।
প্রাদেশিক কাউন্সিল মেম্বার যাবিউল্লাহ বলেন, ভবনটির ভেতরে কয়েকজনকে জিম্মি করে হামলাকারীরা।
এই ঘটনায় তালেবানের কোনও সম্পৃক্ততা নেই বলে সাংবাদিকদের পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে সংগঠনটি।
এদিকে ফারাহ প্রদেশের পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ মুহিব বলেন, নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে রাস্তার পাশে তালেবান জঙ্গিদের রাখা বোমা বিস্ফোরণে যাত্রীবাহী বাসটির ১১ জন নিহত এবং ৩১ জন আহত হন।
তবে এই হামলার বিষয়ে কিছুই বলা হয়নি তালেবানের পক্ষ থেকে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages