কোচ একাপল চানথাওয়াং (মাঝে) ও পর্নচাই কামলুয়াং (ডানে)
থাইল্যান্ডের থাম লুয়াং গুহা থেকে ১৭ দিন আটকে থাকার পর উদ্ধার হওয়া ফুটবল দলের সদস্যদের মধ্যে তিনজনকে নাগরিকত্ব দিতে পারে দেশটির সরকার। শুক্রবার থাই নিউজ সাইট দ্য নেশনের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দিতে পারে থাই সরকার।



No comments:
Post a Comment