অবশেষে ঠাঁই মিলল সেই অসহায় মায়ের-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 July 2018

অবশেষে ঠাঁই মিলল সেই অসহায় মায়ের-একুশে মিডিয়া

ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, বিশেষ রিপোর্ট:
অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ঢাকার ওভার ব্রিজের নিচে আশ্রয় নেওয়া সেই অসুস্থ মা, তার স্বামী ও সন্তানদের ঠাঁই হলো কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাজধানীর কলাবাগানে ফুটওভার ব্রিজের নিচে থাকা সেই অসুস্থ মায়ের কথা জানতে পারেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোসাম্মৎ সুলতানা পারভীন। আর এরপরই তিনি সেই অসুস্থ মায়ের দায়িত্ব নেয়ার ইচ্ছা পোষণ করেন। তিনি মানবিক দায়বদ্ধতা থেকে ওই পরিবারের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতেও আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৩ জুলাই) সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের ব্যক্তিগত উদ্যোগে পরিবারটিকে সদর ইউএনও আমিন আল পারভেজ, এনডিসি সুদীপ্ত কুমার সিংহ এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু তাদের পাঁচগাছিতে নিয়ে যান।
পরিবারটি সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে কুড়িগ্রাম শহরে পৌঁছালে তাদের কুড়িগ্রাম প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। পরে সন্তানসহ পুরো পরিবারটি কুড়িগ্রাম প্রেসক্লাবে এলে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম।
এসময় নিজেদের জীবনের কথা শোনান ফরিদা বেগম (৪০) ও তার স্বামী আনছার আলী (৬০)।
তারা জানান, কুড়িগ্রামে দুধের ব্যবসা করে ভালোই চলছিল তাদের। কিন্তু ব্রহ্মপূত্র নদের কবলে বাড়িঘরসহ সব আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে গৃহস্থ পরিবারটি। পরে তারা আশ্রয় নেয় ইসলামপুরে জ্যাঠাত ভাইয়ের গোয়ালঘরে। সেখানে এক মাস থাকার পর জীবন বাঁচানোর তাগিদে স্ত্রী-সন্তান নিয়ে কাজের সন্ধানে ঢাকায় চলে আসেন তারা।
পরে তারা ঢাকায় এসে বিভিন্ন জায়গায় ঘুরে শেষে আশ্রয় নেন কলাবাগান ওভার ব্রিজের নিচে। ধানমণ্ডি ক্রীড়াচক্র ক্লাবে মাঠের পাতা কুড়ানোর কাজ করে দিনে আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। সেই অর্থেই চলছিল মানবেতর জীবনযাপন। মাঝখানে সেই কাজটাও বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় না খেয়ে থাকতে হচ্ছিল পরিবারটিকে। সন্তানদের দুঃখ-কষ্ট সহ্য করতে না পেরে অসুস্থ শরীর নিয়ে ভিক্ষাবৃত্তি করতে বেরিয়ে পড়েন ফরিদা বেগম। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
গত শুক্রবার (৬ জুলাই) সোবহানবাগ মসজিদের কাছে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় এক অসুস্থ মাকে। এ সময় কেউই তার সেবায় এগিয়ে না আসলেও তার দুই অবুঝ শিশু মাকে বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা করে।
শনিবার সারা দিনও রাস্তায় পড়েছিলেন ফরিদা। এদিন সন্ধ্যায় দেখা যায়, মাকে বাঁচাতে প্লাস্টিকের বোতলে করে পানি এনে মায়ের মাথায় ঢালছে দুই শিশু। এ ঘটনা দেশজুড়ে ব্যপক আলোড়ন সৃষ্টি করে।
একজন সহৃদয়বান ব্যক্তি সেই ছবি ফেসবুকে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। আর সে ছবি দেখে কুড়িগ্রামের এই পরিবারটির দায়িত্ব নেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages