ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
৫ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করতেই এসেছেন তিনি। শনিবার (২১ জুলাই) আসলেও তার আনুষ্ঠানিক সফর রবিবার থেকে শুরু হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে।
লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী সফরকালে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। গত সেপ্টেম্বরেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্য বাংলাদেশে সর্ববৃহত্ বিনিয়োগকারী দেশ। বাংলাদেশে ১০০টির বেশি ব্রিটিশ কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আর যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহৎ রপ্তানির দেশ। একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment