পা ভেঙে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 5 July 2018

পা ভেঙে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া ডেস্ক:
সকাল বেলায় হাঁটার সময় পা পিছলে পড়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
মাইদুল ইসলাম প্রধান বলেন, মন্ত্রী মহোদয় ভোরে একা হাঁটতে বেরিয়ে ছিলেন। বৃষ্টি হওয়ায় রাস্তা ছিল পিচ্ছিল। মিন্টু রোডে বাড়ির সামনে মন্ত্রী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গেই সকাল ৮টার দিকে মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। স্কয়ার হাসপাতালের চিকিৎসক যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলেও জানান মাইদুল ইসলাম।  
হাসপাতালে রাশেদ খান মেননের সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages