
ছবি: ফেসবুক থেকে নেয়া
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
বিআরটিসির দোতলা বাসে পুরো ‘ছবিয়াল’ পরিবার। আর তাদের নেতৃত্বে আছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বাকি সবাই ভিন্ন ভিন্ন পোজ দিয়ে বসে আছেন। এমনই কিছু ছবি সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেছে ছবিয়াল পরিবারের অনেকেই। আর এর পর থেকেই শুরু হচ্ছে নানা আলোচনা। তবে কি আবারও নতুন কিছু আসছে?
কিন্তু হঠাৎ এই ‘আড্ডা’ নিয়ে মুখ খুলছে না কেউ। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের এই আড্ডার রহস্য উদঘাটন হবে ২১ জুলাই। এমনকি আনু্ষ্ঠানিকতার মাধ্যমেই জানানো হবে কি হতে চলেছে?’
তবে অনেকের ধারণা, ২০১৭ সালের রোজার ঈদে মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল ‘ছবিয়াল রি-ইউনিয়ন’ শিরোনামে বেশ কিছু নাটক। আসছে কোরবানির ঈদেও তেমনই কিছু হতে পারে বলে গুঞ্জন চলছে।
এদিকে দীর্ঘ ১১ বছর পর ফের নাটক নির্মাণে ফিরছেন ফারুকী। আনিসুল হকের লেখা আয়েশামঙ্গল উপন্যাস অবলম্বনে তিনি বানাবেন নাটক। একুশে মিডিয়া।



No comments:
Post a Comment