![]() |
একুশে মিডিয়া, ঠাকুরগাও রিপোর্ট:
ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোস্তাফিজুর (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলার বহরমপুর গ্রামের বাক্কার আলীর ছেলে মোস্তাফিজুর গতকাল শুক্রবার সন্ধ্যায় রাতের খাওয়া সেরে নিজ ঘরে শুতে চলে যায়।
শনিবার সকালে পরিবারের লোকজন তাকে কয়েকবার ডাক দিলে সে ঘরের দরজা না খোলায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। পরে দরজার ফুটো দিয়ে তার মা দেখতে পায় তার ছেলে দরজার কাছেই দাঁড়িয়ে আছে। অথচ সে কোন কথা শুনছে না দেখে তার মা চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে গরু বাঁধা রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি।
সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment