রাজবাড়ীতে সড়ক কেটে পানি নিষ্কাশন, বিপাকে পথচারী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 July 2018

রাজবাড়ীতে সড়ক কেটে পানি নিষ্কাশন, বিপাকে পথচারী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাজবাড়ী রিপোর্ট:
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ভাতশালা-ডেমনামারা লুৎফর রহমান নামক সড়কের মাঝখান দিয়ে রাতের আঁধারে কে বা কারা সড়ক কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে। এতে করে পথচারীরা পড়ছে বিপাকে।
শনিবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ২-৩ হাত চওড়া করে গভীর করে সড়ক কেটে পানি বের করা হচ্ছে। স্থানীয় একাধিক কৃষক জানান রাতের আঁধারে কে বা কারা এ কাজ করছে তা তাদের জানা নেই তবে এ পানি নিষ্কাশন হওয়ায় কিছু কৃষকের উপকার হলেও সড়কের অপর পাশের কৃষকদের বেশ ক্ষতি হচ্ছে ওই পানিতে। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এটা স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের রাস্তা যারাই এ কাজ করুক তাদের ইউপি চেয়ারম্যান তথা ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে করা উচিত ছিল।
এ ব্যাপারে কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান বলেন, আমিও শুনেছি কে বা কারা রাতের আধারে এ কাজ করেছে তবে আগামী ২-১ দিনের মধ্যে ওই স্থানে একটি কালভার্ট দিয়ে জনগণের চলাচলের ব্যবস্থা করব। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages