কালো জাদুর উপর তাঁর অন্ধ বিশ্বাস-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 July 2018

কালো জাদুর উপর তাঁর অন্ধ বিশ্বাস-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
তিনি কোরআন পড়তেই পারেন না, কালো জাদুর উপর নাকি তাঁর অন্ধ বিশ্বাস, বেলাগাম যৌনতা তাঁর অনেক পছন্দের, মাদকের সঙ্গে তাঁর গভীর প্রেম। এসব অনেকগোপন তথ্য আঁধার থেকে এখন সবার সামনে তুলে ধরলেন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।
প্রাক্তন পাকিস্তানী ক্রিকেট তারকা ইমরান খান সম্পর্কে এমন অনেক কথা এবার বইয়ের পাতায় লেখা হয়েছে। লিখেছেন ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। ইমরান তো শুধু আর প্রাক্তন ক্রিকেটার নন, তেহরিক-ই-ইনসাফ পার্টির হর্তাকর্তা তিনি। ভারতের প্রতিবেশী দেশের সরকারের গদিতে বসা নিয়ে এই মুহূর্তে তাঁর মাথাব্যথা। কিন্তু ক্রিকেট এবং রাজনীতি ছাড়াও তাঁর লাইফস্টাইল বরাবরই তাঁকে চর্চার শীর্ষে রেখেছে। ব্যক্তিত্বের নাড়িনক্ষত্র নিজের আত্মজীবনীতে গড়গড় করে লিখে ফেলেছেন তাঁরই প্রাক্তন স্ত্রী। এ বই গতকালই অ্যামাজনে প্রকাশিত হয়েছে এবং আপাতত পাকিস্তানের ‘হট কেক’ হয়ে উঠেছে।
প্রাক্তন স্বামীর যৌনলালসা এবং মাদক নেশা নিয়ে লিখেছেন রেহাম এবং এও লিখেছেন, ইমরানের পাঁচ অবৈধ সন্তান রয়েছেন, যাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও আছেন। ইমরানের এই কীর্তির কথা তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও জানেন বলে দাবি করেছেন রেহাম। ওই পাঁচ অবৈধ সন্তানদের মধ্যে সবচেয়ে যিনি বড়, তাঁর বয়স ৩৪ বলে উল্লেখ করা হয়েছে বইতে।
২০১৫ সালে তাঁদের বিয়ের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয়। গোপন বিয়ের পর আনুষ্ঠানিক ঘোষণার আগে রেহামকে এসব কথা জানিয়েছিলেন ইমরান স্বয়ং বইতে এমনটাই দাবি করেছেন রেহাম। এখানে আরও একটি চমক রয়েছে ১৯৭০-এর যুগে বলিউডের এক অভিনেত্রীর সঙ্গেও ইমরানের যোগাযোগ ছিল। ওই বলিউড তারকার নাম না উল্লেখ করলেও তাঁকে ‘সেক্সিয়েস্ট স্টার’ বলে বইয়ে বর্ণনা করেছেন রেহাম। ইমরানের সঙ্গে তাঁর মেলামেশা প্রসঙ্গে বলিপাড়ার ওই ‘হট স্টার’ নাকি বলেছিলেন, যে ইমরানের আর সব থাকলেও মনের প্রসার ঘটেনি।
চমকপ্রদ ভাবে বইতে উঠে এসেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। রেহাম লিখেছেন, ইমরানের কাছে তিনি প্রায়ই মোদীর উদাহরণ তুলে ধরতেন। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সবরকম নেতিবাচক সমালোচনাকে নস্যাৎ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বইয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজেরও উল্লেখ রয়েছে। একইসঙ্গে নওয়াজ কন্যাকে সাহসী মহিলা রাজনীতিক হিসেবে আত্মজীবনীতে তুলে ধরেছেন রেহাম।
প্রাক্তন স্বামীর পছন্দের খাবার থেকে যৌনলালসা, কোনও কিছুই আত্মজীবনী থেকে বাদ দেননি রেহাম খান। বলা বাহুল্য, প্রাক্তন স্ত্রীর এসব কীর্তিতে যথেষ্ট চাপে রয়েছেন ইমরান খান। তাঁর প্রাক্তন ‘প্রেম’ যে এমন কাণ্ড ঘটাবেন, তা বোধহয় টের পাননি এই সুপারস্টার। এমনকি ইমরানের তথাকথিত বিরোধীরাও এখনও মুখে কুলুপ এঁটেই বসে রয়েছেন। তবে এই বইয়ের দৌলতে পাক সংবাদমাধ্যমে আরও একবার শিরোনামে উঠে এসেছেন ক্রিকেট তারকা ইমরান খান। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages