![]() |
একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় দীপিকা-রণবীরের ছবি। ছুটিতে রয়েছেন তারা। তবে হঠাৎই এক ভক্তের কীর্তিতে আপাতত মানুষজন একটু ভিন্ন চোখে দেখছে দীপিকা ও তার বিশেষ বন্ধু রণবীরকে।
জানা যায়, ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দীপিকা-রণবীর৷ রাস্তায় একে অপরের হাত ধরেই ছিলেন৷ এসময় একই জায়গায় উপস্থিত ছিলেন তাদের অন্ধ ভক্ত জেইনাব। সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হলো তার।

গোটা বিষয়টা নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেস জেইনাব। যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি! একুশে মিডিয়া।’
No comments:
Post a Comment