![]() |
একুশে মিডিয়া, ঝিনাইদহ রিপোর্ট:
ঝিনাইদহের শৈলকুপায় রাজু জোয়ার্দ্দার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডিত রাজু জোয়ার্দ্দার শৈলকুপা উপজেলা শেখপাড়া এলাকার নাজিম জোয়ার্দ্দারের ছেলে। সে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার শেখপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি’র নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ রাজুকে আটক করা হয়।
পরে আদালত বসিয়ে রাজুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করেন আদালতের বিচারক। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment