রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকায় ধৈর্য্য হারাচ্ছে বাংলাদেশ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 September 2018

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকায় ধৈর্য্য হারাচ্ছে বাংলাদেশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:

  • রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে কোনও যুদ্ধ না চাইলেও, দেশটির ভূমিকায় বাংলাদেশের ধৈর্য্য কমে আসছে বলে রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাতকারে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।”।
  • বুধবার দুপুরে অনলাইনে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সক্লুসিভ সাক্ষাতকারে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ ও মিয়ানমারের ভূমিকা পর্যালোচনা করে আন্তর্জাতিক প্রভাবশালী এ গণমাধ্যম।।”।
  • প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার সবকিছুতে একমত হয়েও নিত্যনতুন অজুহাতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কোনও পদক্ষেপ নিচ্ছে না।।”।
  • বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের জন্য কোনও ধরণের স্থায়ী স্থাপনা নির্মাণ সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে বলেন, মিয়ানমারের নাগরিকদের অবশ্যই তাদের দেশে ফিরতে হবে।।”।
  • তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায়, মানবিক বিপর্যয় ঠেকাতে ভাসানচরে অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার।।”।
  • প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সীমান্তে কোনও যুদ্ধ চাননি তিনি। তবে মিয়ানমারের নোবেলজয়ী অংসান সু চি এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর তৎপরতায় বাংলাদেশের ধৈর্য্য ফিঁকে হয়ে আসছে।।”।
  • শেখ হাসিনা বলেন, আমার দেশে এখন ১৬ কোটি মানুষ রয়েছে। আমি রোহিঙ্গাদের কোনও বোঝা নিতে পারব না। কেননা আমার দেশ এটা সহ্য করতে পারবে না। একুশে মিডিয়া।”।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages