একুশে মিডিয়া, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পানি সংকট সমাধানের দাবিতে শেখ হাসিনা
হলের ছাত্রীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। গতকাল
মঙ্গলবার রাত ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হল গেটের সামনে এ বিক্ষোভ করেন তারা। ।”।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ চারদিন ধরে প্রায়ই পানির সমস্যা হচ্ছে
হলের উত্তর ব্লকে। এছাড়া দক্ষিণ ব্লকে বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে
চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বিষয়টি একাধিকবার হল প্রশাসনকে জানানোর পরও
কোনো সমাধান হচ্ছে না।মঙ্গলবার রাতে পানির সমস্যা তীব্র হলে ছাত্রীরা হলের প্রধান ফটকে
পানির দাবিতে বিক্ষোভ করতে বাধ্য হন ।।”।
সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি
স্বাভাবিক করতে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান
ঘটনাস্থলে এলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রভোস্টের আশ্বাসে পরিস্থিতি
স্বাভাবিক হয়।।”।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান জানান,
পানির পাইব লাইনে সমস্যার কারণে
ছাত্রীরা পানি ভোগান্তিতে পড়েছে। গতকাল রাতে ইঞ্জিনিয়ার ক্যাম্পাসের বাইরে থাকায় তাৎক্ষণিক
কোনো ব্যবস্থা করতে পারিনি। আশা করি ‘আগামীকাল
সন্ধ্যার মধ্যেই এ সমস্যার সমাধান হয়ে যাবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment