![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাব্বীর লাশ উদ্ধার করলো থানা পুলিশ।দেবিদ্ধার থানা পুলিশ সুত্রে জানা যায় যে শনিবার (১ সেপ্টেম্বর)রাত সাড়ে ৭টায় উপজেলার বাগুড় এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।।”।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট বাগুর এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাব্বী নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুজি করে কোথাও না পেয়ে তার আত্নীয় ও স্থানীয়দের পরামর্শে ২৯ আগষ্ট দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরী করে ।।”।
গত শনিবার বিকেলে স্থানীয় প্রতিবেশীরা তার বাড়ির পাশের খাল থেকে পচাঁ গন্ধ পেয়ে, ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাব্বীর অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।।”।
নিহত রাব্বী দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে।তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলেন, স্থানীয় গ্রামবাসীর সাথে আলাপ কালে জানা যায় নিহত ছাত্রলীগ নেতা একজন সহজ সরল ভাল স্বভাবের ছেলে ছিলেন, কিন্তু এমন মর্মান্তিক মর্মাহত মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের শেষ নেই।।”।
দেবিদ্বার -বিপাড়া সার্কেল শেখ মোঃ সেলিম ও দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন, এস আই প্রেমধনসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।।”।
দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃত্যুরহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। মৃত্যুর রহস্য জানা মাত্র আপনাদের অবগত করা হবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment