কুমিল্লা চৌদ্দগ্রামে অভিমান করে বিষপানে গৃহবধূর আত্মহত্যা!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 September 2018

কুমিল্লা চৌদ্দগ্রামে অভিমান করে বিষপানে গৃহবধূর আত্মহত্যা!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিষপানে আছমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত আছমা নোয়াখালী সদর উপজেলার মাইজদী থানার পূর্ব শোলপিয়া এলাকার মহি উদ্দীনের স্ত্রী। 
জানা যায়, আছমা তার স্বামীসহ চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ভাড়া বাসায় থাকত এবং তার স্বামী পাশ্ববর্তী ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। 
স্থানীয় সূত্রে আরো জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঝগড়া হয়। এতে অভিমান করে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে আছমা সবার অগোচরে বিষপান করে। অবস্থা বুঝতে পেরে স্বামীসহ আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম জানান, আমরা সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages