![]() |
একুশে মিডিয়া, যশোর জেলা প্রতিনিধি:
জন্মাষ্টমী উপলক্ষে সরকারি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।।”।
রোববার (০২ সেপ্টেম্বর) সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল রুটে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।।”।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারা এপথে আজ কোনো পণ্য আমদানি-রফতানি করবেন না। সোমবার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে।।”।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এদিন সরকারি ছুটি থাকলেও বেনাপোল ইমিগ্রেশন প্রতিদিনের মতো খোলা রয়েছে।।”।
পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন বলেও জানান তিনি।একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment