![]() |
একুশে মিডিয়া, আল-আমিন মুন্সী:
বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ পলাশ শাখার উদ্যোগে নরসিংদীর পলাশে পরম পুরুষ ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে উপজেলার হিন্দু মহাজোট ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড চত্বর থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদে গিয়ে শেষ হয়।।”।
মঙ্গল শোভাযাত্রায় পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের উল হাইসহ শতশত সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment