একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা সদর উপজেলার ঐতিহাসিক গোমতী নদীর পাশ্ববর্তী চরের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করার সংবাদ জানা গেল।স্থানীয় সদরের অরণ্যপুর এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ছাত্র নাজমুল সাদাত এর দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার স্থানীয় পুলিশ ফাঁড়িতে আলাপকালে পুলিশ তথ্য টি নিশ্চিত করেন।জানা যায় রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল গোমতী নদীর পাশ্ববর্তী চরের ডোবা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ও চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।আমাদের প্রতিনিধি মোবাইল ফোনে আলাপ করেন চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন আল মাহমুদ এর সাথে, আলাপকালে তিনি বলেন, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। তার হাতের ও পায়ের রগও কাটা রয়েছে। খুব সম্ভব রাতে তাকে এনে এখানে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।পরিচয় অবগত হয়ে আপনাদের জানানো হবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment