পলাশবাড়ীতে নবনির্মিত থানা ভবন শুভ উদ্ধোধন: ইন্সেপেক্টর জেনারেল ড. জাবেদ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 1 October 2018

পলাশবাড়ীতে নবনির্মিত থানা ভবন শুভ উদ্ধোধন: ইন্সেপেক্টর জেনারেল ড. জাবেদ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী ৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত থানা ভবন শুভ উদ্ধোধন ও সুধী সমাবেশ গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ) এর সভাপতিত্বে আজ সোমবার সকাল ১১ টায় থানা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড, মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম( বার) বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচায্য, র্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হোসেন, রংপুর এডিশনাল ডিআইজি আব্দুল মজিদ, রংপুর মোট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড,সৈয়দ সামছুল আলম হিরু, পলাশবাড়ী- গোবিন্দগঞ্জের সি- সার্কেল রেজিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, শহিদুর রহমান বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ন- সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ ( ভারঃ) মোস্তাফিজ দেওয়ান, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মজিবুর রহমান পিপিএম, উপজেরার স্ব- স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন, আইন শূঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও জেলা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশিল সমাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পলাশবাড়ী থানা ভবনের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি। প্রধান অতিথি তার বক্তব্যেয় বলেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক, নাশকতার বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনা করেন। তিনি আরও বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। আপনারা সহযোগিতা করলে দেশ আরও এগিয়ে যাবে। এর আগে ফিতা কেটে থানা ভবন উদ্ধোধন ও ফলক উম্মোচন এবং থানা চত্বরে একটি পলাশফুলের চারা রোপন করেন । একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages