![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলা সরকারী স্কুলের এমএলএসএস (দপ্তরী) পরেশ চন্দ দে আর নেই। শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি—–রাজিউন)। তিনি র্দীঘ দিন সরকারী বেসরকারী মিলে প্রায় ৪৫ বছর ভোলা সরকারী স্কুলে এমএল এসএস হিসেবে চাকুরি করেন।
পরেশ দা একজন এমএলএসএস হলেও তিনি ভোলা সরকারী স্কুলের শিক্ষার্থীদের টিফিন বন্টনের দায়িত্ব পালন করতেন। টিফিন বন্টনের সুবাধে ভোলা সরকারী স্কুলের শিক্ষার্থীদের কাছে পরেশ দা’র একটি বিশেষ পরিচিতি ছিল। তাকে সবাই টিফিন কাকু বলেই জানতেন। পরেশ দা’র মৃত্যুতে শিক্ষক, তার চাকুরীকালীন সময়ের অনেক শিক্ষার্থী, দৈনিক ভোলার বাণী পরিবার, ভক্তসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment