![]() |
একুশে মিডিয়া, আল আমিন মুন্সী:
নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন বৃহস্পতিবার রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত পলাশ নির্বাচনী এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, পৌর মেয়র শরিফুল হক শরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি কার্তিক গুহ, সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বরুন চন্দ্র দাস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার,পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment