শ্রীনগরের বালুর চকে বড় ভাইকে কুঁপিয়ে জখম-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 October 2018

শ্রীনগরের বালুর চকে বড় ভাইকে কুঁপিয়ে জখম-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পূর্বশত্রুতার জেরে শেখ সোরহাব আলী (৬০) নামে এক ব্যক্তিকে কুঁপিয়ে জখম করেছে ছোট ভাই আব্দুল সালাম। উপজেলার বাঘরা ইউনিয়নের বালুর চক গ্রামে  এ ঘটনা ঘটে।
আহত শেখ সোরহাব আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৭) বাদী হয়ে আঃ সালাম (৪২), ঝুনু বেগম (৩৫) ও সালামের শ্বাশুড়ীকে অজ্ঞাত করে শ্রীনগর থানায় তিনজনের নামে একটি অভিযোগ দাখিল করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজ মসজিদে আদায় করে সোহরাব আলী প্রতিদিনের মতো বাড়ি পথে, আগে থেকেই দেশীঅস্ত্র নিয়ে ওৎপেতে থাকে  শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের মৃত শেখ আব্দুলের ছেলে আঃ সালাম, সালামের স্ত্রী ঝুনু বেগম ও সালামের শ্বাশুড়ি পিছন থেকে সোরহাব 'আলীকে দেশীঅস্ত্র দিয়ে কুঁপিয়ে রাস্তার পাশে নর্দামায় দিলে সে আত্মরক্ষার্থে চিৎকার করলে পার্শ্ববর্তি বাসিন্দারা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তি দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোরহাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages