বাঁশখালীর গন্ডামারায় স্বপ্নকুঁড়ি'র বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 15 October 2018

বাঁশখালীর গন্ডামারায় স্বপ্নকুঁড়ি'র বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম থেকে এনামুল হক রাশেদী:
ঘুর্ণিঝড় তিতলীর প্রভাবে সাংঘাতিক বৈরী অাবহাওয়ায়ও সুন্দর অায়োজন অার ঝলমল পরিবেশে অসংখ্য ফুল কুঁড়িদের পদচারনায় মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সৃজনশীল শিক্ষা উন্নয়নমুলক সংগঠন 'স্বপ্নকুঁড়ি'র মেধাবৃত্তি প্রদান কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান। মুখরিত হল পুর্ব বড়ঘোনার "দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা আঙ্গিনা। ঘুর্ণিঝড় তিতলীর কারনে সারাদিন একটানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া বিরাজ করলেও স্বপ্নকুঁড়ির একঝাঁক মেধাবী সংগঠকের ঐকান্তিক অান্তরিকতা অার শৈল্পিক অায়োজনে দারুল হিকমার হলরুম ছিল কানায় কানায় ভর্তি শিক্ষার্থী ও শুভাকাংখীদের ঠাঁশা অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিকেল ২ টার দিকে ঝাকে ঝাকে শিক্ষার্থীরা সংবর্ধনাস্হলে উপস্থিত হওয়া শুরু করলে মুহুর্তেই একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। গত শুক্রবার (১২ অক্টোবর) অনুষ্টিত হয়েছে স্বপ্নকুঁড়ি'র বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টান। 
২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালী থানার ৯ নং গন্ডামারা ইউনিয়ন কেন্দ্রীক " স্বপ্নকুড়ি" নামক সৃজনশীল শিক্ষা উন্নয়নমুলক ও সামাজিক এই সংগঠনটি প্রতিবছর ব্যাপক পরিসরে এই মেধাবৃত্তি প্রদান করে অাসছে। ২০১৬ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে সংগঠনটি এলাকার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচীও বাস্তবায়ন করে চলছে। তারই ধারাবাহিকতায় "স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রকল্প" মেধাবীদের উৎসাহ প্রদান এবং আর্থিক সহায়তার আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রতি বছর। সেই সাথে এসএসসি/দাখিল, জেএসসি/জেডিসি এবং প্রাইমারী/ইবতেদ্বায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ও প্রতিবছর সংবর্ধনা দেয় স্বপ্নকুঁড়ি।গত শুক্রবার ছিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার তৃতীয় আসর। পূর্ব বড়ঘোনা দারুল হিকমাহ ইসলামীয়া মাদরাসায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্টানের সভাপতিত্ব করেন স্বপ্নকুঁড়ির প্রধান উপদেষ্টা গন্ডামারা ইউপি'র সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ। মো. তৌহিদুল ইসলাম চৌধুরী ও ইমরান হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্টানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন স্বপ্নকুঁড়ির চেয়ারম্যান মুহাম্মদ ইমরানুল কবির, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, সেক্রেটারী আব্দুল্লাহ মতিন সহ স্বপ্নকুঁড়ির অন্যান্য সংগঠকবৃন্দ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages