অসামাপ্ত প্রেম-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 3 November 2018

অসামাপ্ত প্রেম-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: মোঃইব্রহীম ফরায়েজী 
জীবনের পরিশ্রুতি হয়তো কিছু সময় নিজের কষ্টাকে ভুলে অন্যকে খুসি করতে হয়।
এটাই বাস্তবতা তবুও সময় বসে থাকে না কেটে যায় সময় হয়তো এটাই জীবন।
সোহেল, একজন সাধারন শ্রমিক ভিবন্ন সময় ভিবিন্ন কাজ করে জিবিকা নির্বাহ করে। 
সোহেলের প্রতিবেশী  "সিমা" সে পরাশুনা করে সোহেলের সাথে সিমার এক গভির প্রেমর সমপর্ক সৃস্টি হয়।
দির্গ দিন সমর্পক্যের  পর সোহেল তার পরিবারের কাছে সিমার সাথে সোহেলের সমপর্কেরর কথা জানায় কিন্ত সোহেলর পরিবারের সবাই মেনে নিলেও তার মা  মেনে নিতে পারেনি। তার মায়ের কথা সে এখানে তার ছেলেকে বিয়ে করাবে না কারন সিমা একটু কালো ছিলো আর সোহেলের বড়ো ভাইয়ে বউ অনেক সুন্দর তাই সে তার কোন ছেলেকেই কালো মেয়ে বিয়ে করাবে না
কিন্ত সিমার পরিবার চাইলে সোহেলের পরিবারের মত এরকম দু তিনটা পরিবার কেনার খমতা আছে কিন্ত তবুও তারা মেয়ের সুখের কথ বেবে সোহেলের সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়।
কিন্ত সোহেলের মায়ের জন্য কেউ কিছু করতে পারছে না।
সিমার বাবা যখন অনেক দিন অপেক্ষা করে দেখলো সোহেল তার মেয়েকে বিয়ে করতে পারবে না।
সোহেলের মা কখনো ই সিমাকে মূল্যায়ন করবে না। তাই সে ভিবিন্ন যায়গা পাএ এর সন্ধান খুজতে লাগলো।
যখন ভিবিন্ন যায়গা থেকে পাএ আসে তখন সিমা ,সোহেল কে জানিয়ে দিতো। তখন সোহেল সেখানে সিমার আর  তার সমপর্কের কথা বলে বিয়ে বেঙে দিতো এভাবে অনেক দিন কেটে গেলে কিন্ত সোহেল তার পরিবার কে রাজি করাতে পারিনি।
তার পর কোন একদিন সোহেল কাজের সন্ধানে দুরে কোথাও যায় এমন সময় সিমার মা সিমাকে ভেরাতে যাওয়ার কথা বলে তার বিয়ে অন্য কোথাও ঠিক করে  সেখানে বিয়ে দিয়ে দেয়।
সিমা অনেক কান্না কাটি করেও বিয়ে থামাতে পারেনি।
যখন সোহেল কাজ থেকে বাড়ি ফিরলো আর যখন সুনলো সিমার বিয়ে হয়ে গেছে। হঠাৎ যেনো সোহেলের মাথায় আকাশ বেঙে পরলো
যাকে নিয়ে সে এতো শপ্ন দেখলো আজ সে অন্নের গরে সংসার করছে।
সে এটা ভাবতে থাকে সিমা হয়তো একটু কালো ছিলো এটাই কি তার অপরাধ  হতে পারে তার মা সিমা কে কালো বলে কেনো মেনে নিতে পারিনি।
তার মা আসলে কি চেয়েছিলো সোহেল তো তার  মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি।
সোহেল তার মন কে এটা বুঝ দিচ্ছে যদি সে সিমাকে বিয়ে করে আনতো তাতেও সিমাকে সে সুখি করতে পারতো না। কারন তার মায়ের জন্য।
সোহেলের এখন আর কিছু ভালো লাগছে না সে নেশায় ডুবে থাকে যা কাজ করে ইনকাম করে তা ই নেশার পেছোনে খরচ করে।

লেখক প্রতিটা অভিবাবকের  কাছে এটা অনুরোধ করছে যে  আপনারা আপনাদের নিজেদের ভাবনার পাশাপাশি এক বার আপনাদের সন্তানের কথা ভাববেন কারন আপনাদের একটা  ভুল ভাবনার জন্য হয়তো আপনার সন্তানের জীবনটাও দংশ হয়ে জাবে। কাউকে সত্যি কারের ভালোবাসলে খুব সহজে ভোলা যায়না।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages