![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের দক্ষিণ বন্দরের হরিণমারী গ্রামে আরশ মিয়া নামে এক দের বছরের শিশুর মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে তার স্বজনেরা।
৯ নভেম্বর শুক্রবার বিকাল সন্ধ্যার অল্প আগে এ ঘটনাটি ঘটে। নিহত আরশ মিয়া শরিফ মিয়া (২৭) এর দ্বিতীয় পুত্র বলে জানা যায়। ঘটনার দিন সবেমাত্র হাটতে শেখা আরশ মিয়া পার্শে ফুপুর বাড়িতে একাই চলে যায়, সেখানে কিছুক্ষণ পর তাকে না পাওয়ায় খোঁজাখুজী করতে থাকে স্বজনেরা।
একপর্যায়ে পুকুরে লক্ষ্য করলে তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সদা সহাস্যমুখ ও সুন্দর চেহারর গঠনের কারণে সবার আদরের শিশুটি চিরবিদায় নিয়ে চলে যাওয়ায় মৃত আরশের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার রাতেই এশার নামাজের পর মৃত আরশকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment