![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ভোলায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
যুব রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিটের আয়োজনে আজ সকালে শহরের জেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাব ভবনে গিয়ে শেষ হয়।পরে প্রেস ক্লাব ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এলজিসি প্রকল্পের জেলা সমন্ময়কারী আবদুস সালাম,ভোলা জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শিমুল চৌধুরী,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক হাসিবুর রহমান।
বক্তারা বলেন,তারুণ্য জীবনের শ্রেষ্ঠ সময়। তরুণ সমাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় জাতির আশা স্বপ্ন কিংবা ভবিষৎ। তারুণ্যের শক্তি একটি সমাজ বা রাষ্ট্রের বড় হাতিয়ার। এ শক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
No comments:
Post a Comment