![]() |
ফাইল ফটো |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। দুপুর পৌনে বারোটার দিকে তিনি কারাগারে পৌঁছান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটার দিকে তাকে পুরানো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে নেয়ার জন্য হাসপাতাল থেকে বের করা হয়।
আজ কারাগারে স্থাপিত আদালতে নাইকো দুর্নীতি মামলায় তার হাজিরা দেয়ার কথা রয়েছে।
তবে এই আদালতে হাজিরা শেষে খালেদা জিয়াকে আবারও বিএসএমএমইউতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা তা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিএসএমএমইউ এর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশেও।
গেল ৬ অক্টোবর কারাগার থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
গেলো ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা পাঁচ বছর বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে এর আগে গত ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। একুশে মিডিয়া রিপোর্ট।
No comments:
Post a Comment