![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
“ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর বুধবার সকালে উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম খাজা মন্ডলের সভাপতিত্বে সভায় ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি সমিতির উপদেষ্টা সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা সদস্য প্রফেসর ওছিউজ্জামান সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সমিতির উপদেষ্টা সদস্য ডা. সায়াদ মিয়া, মাহমুদুজ্জামান সরকার বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান ও সমিতির সদস্য মাহমুদ হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সমিতির সদস্য একেএম জবরুল হাসান। শেষে কেক কেটে সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment