![]() |
মোঃ রাজিব শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি:
চলতি বছর জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোরেলগঞ্জ-২ পোলেরহাট আজাহারিয়া দাখিল কেন্দ্র এর ভেনুপ্রধান কেন্দ্রে আরবী ২য় পত্র বিষয় পরীক্ষা চলাকালীন সময়ে অননুমোদিতভারে কেন্দ্রে ঘোরা ফেরার কারনে পোলেরহাট আহজারিয়া দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক নাজমুল হক কে পাবলীক পরীক্ষা নিয়ন্ত্রক আইন ১৯৮০ এর ১০ ধারামতে ১০ হাজার টাকা জরিমানা আদায়করা হয়েছে। এবং দায়ীত্বে আবহেলার কারনে পোলেরহাট কেন্দ্রের ভেনুপ্রধান এসচন্ডিপুর দাখিল মাদ্রাসার সুপার মো: মাকসুদ আলী খান কে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment