মো: রাজিব শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস- ২০১৮ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধণা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা ডাঃ মোসলেম উদ্দিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ তৈয়াবুর রহমান সেলিম, মো. শাহ আলম হাওলাদার, মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন হালদার ।
সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, ডাঃ আকরামুজ্জামান প্রমুখ। সভা পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে। শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা, প্রীতি ফুটবল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদশর্ণী।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment