টঙ্গী ইজতেমার মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক আহত হয়েছেন। |
এই ঘটনায় সকাল থেকেই বিমানবন্দর এবং টঙ্গী ইজতেমা ময়দানের সামনের রাস্তায় যানচলাচলে বিঘ্ন হয়। তীব্র যানজটের সৃষ্টি হয়।এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে বাড়ছে আহতের মিছিল। হাসপাতালের মেঝেতে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতো সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে ভিড় বাড়ছে স্থানীয় ক্লিনিকগুলোতে। ইজতেমা ময়দানের চতুর্দিকের প্রবেশপথে চরম উত্তেজনা বিরাজ করছে।
এর আগে টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে বিরোধের জের ধরে বিমানবন্দর মোড়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।শনিবার সকাল সাড়ে একপক্ষ ইজতেমা ময়দান অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় অপর পক্ষ।এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
শহীদ আহসান উল্লা মাস্টার হাসপাতালের সিভিল সার্জন মঞ্জুরুল করিম বলেন, শতাধিকের মতো আহত হয়েছে। তবে এর সংখ্যা বাড়তে পারে।
উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল বলেন, ফজরের নামাজের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। আরটিভি অনলাইন সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment