![]() |
এম.হাসনাইন আহমেদ হাওলাদার,
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ব্যাংকিং সেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে -দ্বীপ জেলা ভোলা'র বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের কাজিরহাট বাজারে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং।
শাখাটির পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান "মা' ডিজিটাল স্টুডিও এন্ড গ্রামীণফোন কাস্টমার সার্ভিস পয়েন্ট"
"মা' ডিজিটাল স্টুডিও এন্ড গ্রামীণফোন কাস্টমার সার্ভিস পয়েন্ট" এর আয়োজনে ভোলা জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মাকসুদুর রহমান চৌধুরী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ্-বাংলা ব্যাংক এর ভোলা'র এরিয়া ম্যানেজার মোঃ শাজাহান স্যার, চ্যানেল- মাই টিভি'র ভোলা জেলা প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ও ব্যাংকের অনেক গ্রাহকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং, ভোলা'র এরিয়া ম্যানেজার শাজাহান স্যার।
তিনি বলেন, এই শাখায় এজেন্ট ব্যাংকিং এর পাশাপাশি স্বাভাবিক ব্যাংকিং এর সকল সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, আঙ্গুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক একাউন্ট খুলে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সুবিধা নিরাপত্তার সাথে নিশ্চিত করা হবে। এখানে এটিএম বুথ এর সুবিধা থাকবে।
এ শাখার কার্যক্রমের সার্বিক পরিচালনায় থাকবে, আপনাদের'ই সু-পরিচিত প্রতিষ্ঠান "মা' ডিজিটাল স্টুডিও এন্ড গ্রামীণফোন কাস্টমার সার্ভিস পয়েন্ট"।স্থানীয়দের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জনাব মোঃ এমদাদুল হক সেলিম হাওলাদার।
তিনি তার স্বাগত বক্তব্যকালে বলেন, আমরা মির্জাকালু বাসী দীর্ঘ পনেরো'টি বছর পর আবারো ফিরে পেলাম ব্যাং। পনেরো বছর আগে ব্যাংকিং সুবিধার জন্য এ' মির্জাকালুর মানুষ অন্য কোথায়ও যেতে হতো না। কিন্তু মাঝ পথে আমরা ব্যাংকিং সুবিধা হারানোর ফলে অনেক ভোগান্তিতে পরতে হয়েছে। তাই আমি আশা করি এখন আবারো এ মির্জাকালুর মানুষ কাজিরহাট বাজার ছাড়া অন্য কোথায়ও আর যেতে হবেনা।
পরে বক্তারা ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর বিভিন্ন সুযোগ সুবিধার প্রতি আগ্রহ প্রকাশ করে এর প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ' শাখাটিতে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে:
সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, লোন, এটিএম কার্ড প্রদান, অন্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিন দিয়ে রেমিটেন্সের টাকা গ্রহণ, বিল পে, বেতন/ভাতা প্রধান, ফাস্ট ট্রাক, এসএমএস ব্যাংকিং এবং ব্যালেন্স অনুসন্ধানসহ যাবতীয় সেবা দেওয়া হবে, এ' ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে, এ' পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ নিরাপদে হিসাব পরিচালনা করা যাবে।
বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু কাজিরহাট বাজারে, এই প্রথম সম্পুর্ণ ব্যাংকের যাবতীয় সুবিধা পাওয়া যাবে।
পরে আখেরি মোনাজাতের মাধ্যমে এজেন্ট ব্যাংকিংয়ের আলোচনা ও মতবিনিময় সভা সমাপ্তি হয়।
একুশে মিডিয়া/এমএ





No comments:
Post a Comment