![]() |
একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
এস.ডি.জি-৪ অর্জনের জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের আওতায় পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলার লক্ষ্যে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের একযোগে উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের দক্ষিণ হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন ফারুক বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় মাননীয় সচিব জনাব আকরাম-আল-হোসেন মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে হালুয়াঘাটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment