বাঁশখালীতে বিদ্যুৎ স্পর্শ হয়ে ননদ-ভাবীর মর্মান্তিক মৃত্যু!। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 27 February 2019

বাঁশখালীতে বিদ্যুৎ স্পর্শ হয়ে ননদ-ভাবীর মর্মান্তিক মৃত্যু!। একুশে মিডিয়া


জোবাইর চৌধুরী, অনুসন্ধানী প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল ৫ নং ওয়ার্ডের উকিল আহমদের বাড়িতে বিদ্যুৎ স্পর্শ হয়ে ননদ-ভাবীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
আজ বুধবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে সংঘটিত দুর্ঘটনায় ওই এলাকার মৃত জাকের আহমদের স্ত্রী রেজিয়া বেগম (৪০) ও তার ননদ মৃত নেছার আহমদের কন্যা ফাতেমা বেগম (২৮) এর মর্মান্তিক মৃত্যু ঘটে।
এদিকে ননদ-ভাবীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের এস.আই মো: ফারুক উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে অপমৃত্যুর মামলা রুজু করা হবে বলে এই প্রতিবেদককে জানান। 
স্থানীয় সূত্রে জানা যায়, চাম্বল ইউপির দক্ষিণ চাম্বল গ্রামের উকিল আহমদের বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুৎ সংযোগ লাইনের ছেড়া তার জাকের আহমদের বাড়ির টিনের চালে সংযোগ হয়ে যায়। রেজিয়া বেগম অসাবধনতা বশত টিনের চালে কাপড় শুকাতে গেলে প্রথমে তাকে বিদ্যুৎ স্পর্শ করে।
পরবর্তীতে ভাবীর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে ননদ ফাতেমা বেগম তার দেহ ছুঁতে গেলে তাকেও বিদ্যুৎ স্পর্শ করে। ঘটনাস্থলে ভাবীর মৃত্যু ঘটলেও ননদকে বাঁশখালী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জুবুরিয়া শারমিন তাকেও মৃত ঘোষণা করে। এদিকে ননদ-ভাবীর মর্মন্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় দেখা দিয়েছে শোকের মাতম।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages