ভোলায় প্রয়াত কবি লেখক গবেষক ও শিক্ষক রাজীব মীর এর স্মরণে "রাজীব মেলা" অনুষ্ঠিত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 27 February 2019

ভোলায় প্রয়াত কবি লেখক গবেষক ও শিক্ষক রাজীব মীর এর স্মরণে "রাজীব মেলা" অনুষ্ঠিত। একুশে মিডিয়া


মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, কবি প্রয়াত রাজীব মীরের ৪৩তম জন্ম বার্ষিকী ও রাজীব মেলা।
উৎসবে শিশু কিশোরদের চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতার পাশাপাশি আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
রাজীব সংঘ এ উৎসবের আয়োজন করে। এ সময় প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে রাজীবের জীবনালোখ্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ মাকসুদুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা চিনু, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব সাবেক সম্পাদক আবৃত্তি শিল্পী সামস উল আলম মিঠু, রাজীব সংঘের আহ্বায়ক সালেহ রনক , ওই সংগঠনের সদস্য সচিব মোঃ আবিদ ফিরোজ, সহকারী অধ্যাপক ফজলে এলাহি, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, কবি হাওলাদার মাকসুদ, কবি কাজল কৌসিক , রাজীবের সহধর্মনী সুরমা আক্তার, রাজিব বন্ধুদের মধ্যে কামরুজ্জামান বাহাউদ্দিন প্রমুখ। অপরদিকে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় তিন গ্রুপে শতাশিক শিশু অংশ নেয়।
শুরুতে অতিথিদের উত্তুরি পড়িয়ে দেন রাজীব সংঘের আয়োজকরা। রাজিব শিক্ষকতার পাশপাশি টিভি চ্যানেলে টকশোতে অংশ নিতেন।
তিনি ২০ জুলাই মাত্র ৪২ বছর বয়সে লিভার সিরোসিস রোগে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। রেখে যান মাত্র দু বছরের এক শিশু সন্তানকে। মৃত্যুর আগ পযর্ন্ত তার কাব্যগ্রন্থ ছিল ৩টি, প্রবন্ধ গ্রন্থ ছিল ৬টি । পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট পুরস্কার তুলে দেন অতিথি।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages