ঝিনাইদহে সামাজিক সমস্যা প্রতিরোধে আলোচনা সভা ও উপকরণ বিতরণ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 27 February 2019

ঝিনাইদহে সামাজিক সমস্যা প্রতিরোধে আলোচনা সভা ও উপকরণ বিতরণ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহে আত্মহত্যা, বাল্যবিয়ে, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভিক্ষুক, প্রতিবন্ধী, শিক্ষার্থী ও কৃষকদের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, সদর থানার ওসি মিজানুর রহমান খান, প্রাক্তণ অধ্যক্ষ এনএম শাহজালাল, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, সমাজ থেকে আত্মহত্যা, বাল্যবিয়ে, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক দুর করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি, ক্র্যাচ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, স্বামী পরিত্যাক্ত নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে আলোর ফাঁদ, ভূমিহীনদের মাঝে কবুলিয়াত দলিল ও ভিক্ষকুদের পুর্নবাসনের জন্য মালামালসহ ভ্যান প্রদাণ করা হয়।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages