একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি :
জেলার শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের যুগনী বাঘনী মাঠের মধ্যে কালীপূজা উপলক্ষে ৫ দিন ব্যাপী এক গ্রামীণ মেলা শুরু হয়েছে। অনেক বছর আগে থেকেই এই স্থানে এই সময়ে কালীপূজা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে এখানে দর্শনার্থীদের ভিড় জমেছে।মেলায় উঠেছে শিশুদের জন্য নানা প্রকারের খেলনা।
যাহা গ্রামীণ শিশুদের আকর্ষণ করে থাকে। আরও আছে নাগরদোলা সহ বিভিন্ন আকর্ষণীয় মনোরম রকমারি জিনিষ। গত সোমবার থেকে শুরু হয়েছে চলবে আগামী শুক্রবার পযুন্ত।
তবে উপস্থিত দর্শনার্থীরা জানিয়েছেন যে আগে এই অঞ্চলের হিন্দু ধর্মের মানুষের মধ্যে কোন সামাজিক বিভেদ ছিল না কিন্ত তাদের বিভেদ বেড়ে যাওয়ার কারনে এ বছর মেলা তেমন জমজমাট হয়ে উঠেনি। আগামী কাল থেকে হয়ত কিচুটা ভিড় বাড়তে পারে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment