একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৩ টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিত শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুল আলীম ও যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. শামীমুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. রবিউল আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান মো. মাহবুব আলম।
কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ করেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment