সংবাদপত্র হকার ফাইক ফটো। |
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদর (জলদী), চাম্বল, গুনাগরী ও কাথরিয়া এলাকায় সংবাদ পত্র বিক্রির জন্য জরুরী ভিত্তিতে ৩ (তিন জন) পত্রিকার হকার নিয়োগ করা হবে।
প্রতি মাসে ৮-১০ হাজার টাকা বেতন কিংবা পত্রিকা বিক্রয় অনুযায়ী কমিশনের ভিত্তিতে বেতনে কাজ করার আগ্রহীদের জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
আবেদনপত্রে সংযুক্ত:
সিভি বা জীবন বিত্তান্ত (১) কপি
পাসপোর্ট সাইজ ছবি (২) কপি
স্থানীয় চেয়ারম্যানের চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র মূল কপি সহ
যোগাযোগ করুন।
সাংবাদিক আবদুল মতলব (কালু)
(সংবাদপত্র এজেন্ট, বাঁশখালী)
(সংবাদপত্র এজেন্ট, বাঁশখালী)
চেচুরিয়া, বৈলছড়ি, বাঁশখালী, চট্টগ্রাম।
মোবাইল: ০১৭১৬৭৪২৭৬৭।
বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ
মোবাইল: ০১৭১৬৭৪২৭৬৭।
বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment